Site icon Daily R News

পুকুড়ে ভাসছিল শিশুর মরদেহ

জয়পুরহাটর,আক্কেলপুর: খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে দুই বছর ৩ মাস বয়সী রুহি আক্তার শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুহি আক্তার পৌরসভার পশ্চিম বিহারপুর এলাকার রাকিবুল ইসলাম রাজের মেয়ে।

সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভাসতে থাকা অবস্থায় রুহিকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে দুপুর ১২টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ‘খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রুহি মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version