Site icon Daily R News

সালাহ ঝলকে সেমিফাইনালের টিকিট পেল মিশর

ক্রীয়া ডেস্ক: আফ্রিকা কাপ অব নেশন্সে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মিশর। ম্যাচে মোহাম্মদ সালাহ একটি গুরুত্বপূর্ণ গোল করেন।

প্রথমার্ধে ওমর মারমৌশ ও রামি রাবিয়ার গোলে এগিয়ে যায় মিশর। আত্মঘাতী গোলে আইভরি কোস্ট ফিরলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহর গোল ব্যবধান বাড়ায়। শেষ দিকে গুয়েলা দুয়ে গোল করলেও সমতা ফেরাতে পারেনি তারা।

সেমিফাইনালে সালাহর প্রতিপক্ষ লিভারপুল সতীর্থ সাদিও মানে। অন্য কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে নাইজেরিয়া, যারা খেলবে মরক্কোর বিপক্ষে।

Exit mobile version