Site icon Daily R News

রঙে রঙিন আটরশি, প্রস্তুত ২০ কিলোমিটার ভেন্যু

অনলাইন ডেস্ক: আধ্যাত্মিক সাধনা, ইবাদত ও শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কুঃ ছেঃ আঃ) পবিত্র উরস শরীফ। আজ শনিবার থেকে শুরু হওয়া এ উরস চলবে আগামী ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

উরস উপলক্ষে পুরো বিশ্ব জাকের মঞ্জিল এলাকা এখন ধর্মীয় আবহে মুখর। দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক আশেকান জাকেরানের সমাগমকে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে অনুষ্ঠান ভেন্যু।

সুদৃশ্য তোরণ, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, প্ল্যাকার্ড, নতুন রঙের প্রলেপ ও সফেদ এলইডি বাতির আলোকসজ্জায় এক অপরূপ রূপ ধারণ করেছে জাকের মঞ্জিল।

উরস শুরুর প্রাক্কালে গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) বাদ জুম্মা দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দরবার কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. কামরুল হুদা, বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান, শহিদুল ইসলাম শাহীন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ মাহাবুব হোসেন পিয়াল প্রমুখ।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানজট এড়াতে মূল ভেন্যুর বাইরে বিশাল পার্কিং ব্যবস্থাও রাখা হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, উরসের দিনগুলোতে আশেকান জাকেরানরা দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল ইবাদত-বন্দেগিতে রত থাকবেন।

দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ), সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরীসহ (কুঃ ছেঃ আঃ) সকল নবী-রাসুল ও ওলী-আউলিয়াগণের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং সকল ইন্তেকালপ্রাপ্ত মুমিন মুসলমানের আত্মার সওয়াব রেসানী করা হবে।
তিনি আরো জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব শান্তি এবং সকল প্রকার বালা-মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হবে এ উরসে।

উরসকে কেন্দ্র করে ইতোমধ্যে আশেকান জাকেরানদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আটরশি। ধর্মীয় শালীনতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উরস সম্পন্ন করতে দরবার কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Exit mobile version