Site icon Daily R News

অ্যাকশন-থ্রিলারে নতুন চমক, ‘দ্য ব্লাফ’-এ ব্লাডি মেরি প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক: মিষ্টি হাসি ভুলে প্রিয়াঙ্কা চোপড়া নতুন বছরে এবার হাজির এক সম্পূর্ণ নতুন অবতারে। তার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ তিনি অভিনয় করছেন ব্লাডি মেরি চরিত্রে। এখানে তিনি একজন প্রাক্তন জলদস্যু রাণী, যিনি নিজের নিষ্ঠুর অতীত থেকে মুক্তি পেয়েছেন এবং এখন একটি নির্জন দ্বীপে শান্ত জীবন যাপন করছেন।

ব্লাডি মেরির পুরনো প্রেমিক এবং তার প্রাক্তন ক্রুদের বর্তমান নেতা ক্যাপ্টেন কনর (কার্ল আরবান) দ্বীপে আসে প্রতিশোধের উদ্দেশ্যে। এই পুনর্মিলন রোমান্টিক নয়, বরং উত্তেজনাপূর্ণ ও অ্যাকশনের মিশ্রণ।

বুধবার (৭ জানুয়ারি) প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও তাদের আসন্ন প্রজেক্ট দ্য ব্লাফের প্রথম লুক প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মা।

‘দ্য ব্লাফ’-এর প্রথম দৃশ্যের ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে আকাশে দাঁড়িয়ে কার্ল আরবানের উপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে তীব্র ক্ষোভ।

কার্লকে দেখা যাচ্ছে লম্বা কালো কোট পরে, তার তরবারি আঘাত প্রতিহত করতে প্রস্তুত। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভিজে, হাতে অস্ত্র শক্তভাবে ধরেছে এবং শত্রুকে আক্রমণ করার জন্য প্রস্তুত।

‘দ্য ব্লাফ’ ছবিটি রুশো ব্রাদার্সের এজিবিও স্টুডিওর ব্যানারে প্রযোজনা করেছে। প্রিয়াঙ্কার পাশাপাশি সিনেমায় দেখা যাবে টেমুয়েরা মরিসনকে, যিনি ক্যাপ্টেন কনরের বিশ্বস্ত উপদেষ্টা কোয়ার্টারমাস্টার লি চরিত্রে অভিনয় করেছেন। আর-রেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিও-তে স্ট্রিম করা হবে।

রক্তে ভেজা দৃশ্য, দারুণ অভিনয় এবং প্রিয়াঙ্কার সবচেয়ে বিপজ্জনক চরিত্র নিয়ে ‘দ্য ব্লাফ’ জলদস্যু ধারাকে এক নতুন মাত্রা দিতে চলেছে।

Exit mobile version