Site icon Daily R News

শীতে কাঁপছে পাবনার মানুষ

অনলাইন ডেস্ক: পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সূর্যের আলোর দেখা নেই। হিমেল বাতাসের কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় জেলার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

‎ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

‎তিনি বলেন, গতকাল মঙ্গলবার একই সময়ে ঈশ্বরদীতে সর্বনিম্ন রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি আগের দিন রবিবার ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Exit mobile version