Site icon Daily R News

বগুড়ায় আসছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর শুরু। রবিবার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে এসে রাত্রিযাপন করবেন।

পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার শরীফ জিয়ারত করবেন তিনি।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর।

দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি (রবিবার) বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান। ওই দিন তিনি বগুড়ায় রাত্রীযাপন করবেন। পরের দিন সোমবার সকাল ১০টায় মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি দলীয়প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা মহাস্থানের হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরীফ জিয়ারত করবেন।

এ সময় আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানাব এবং পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Exit mobile version