Site icon Daily R News

মরক্কো মহারণের অপেক্ষা

ক্রীয়া ডেস্ক. আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোতে দুর্দান্ত লড়াই শেষে ক্যামেরুন ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো।

রোববার স্টাদ এল বারিদায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যামেরুন। যদিও শেষ দিকে একটি গোল হজম করতে হয়, তবু জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ‘ইনডোমিটেবল লায়ন্স’রা।

ম্যাচের ৩৪তম মিনিটে ক্যামেরুনকে লিড এনে দেন ডিফেন্ডার জুনিয়র চামাদেউ। কর্নার থেকে ক্লিয়ার হওয়া বল পেয়ে বাঁ দিক থেকে সহজ ফিনিশে জাল খুঁজে নেন তিনি। বিরতির পর মাত্র দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কোফানে। ব্যাক পোস্টে একা দাঁড়িয়ে হেডে গোল করেন তিনি, যা ছিল টুর্নামেন্টে তার টানা দ্বিতীয় ম্যাচে গোল।

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণাত্মক ফুটবল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। লাইল ফস্টার ও রেলেবোগিলে মোফোকেংয়ের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় তাদের। পরে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ক্যামেরুনের হাতে চলে যায়।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। স্যামকেলো কাবিনির শট গোললাইন থেকে ক্লিয়ার হয়, আর টেবোহো মোকোয়েনার ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন ক্যামেরুন গোলরক্ষক ডেভিস এপাসি। শেষ দিকে একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৮৮তম মিনিটে বদলি স্ট্রাইকার এভিডেন্স মাকগোপা একটি গোল শোধ দেন। তবে তাতে পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

এর আগে একই দিনে রাবাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। ফলে শেষ আটে স্বাগতিকদের বিপক্ষে হাইভোল্টেজ লড়াই অপেক্ষা করছে ক্যামেরুনের সামনে।

উল্লেখ্য, চলতি বছর বিশ্বকাপের মূলপর্বে জায়গা না পেলেও আফ্রিকা কাপ অব নেশনসে শক্ত অবস্থান গড়ে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ক্যামেরুন।

Exit mobile version