Site icon Daily R News

সিআইডি অফিসের সামনে পরে ছিল মরদেহ

ইউসুফ আলী প্রধান: রাজধানীর মালিবাগ এলাকায় সড়কে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ।

আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের পাশের থেকে উদ্ধার হয় মরদেহটি।

পুলিশ বলছে, দুপুর সোয়া ২টার দিকে মালিবাগের সিআইডি অফিসের সামনে থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

Exit mobile version