Site icon Daily R News

‘ব্যাটালিয়ন-৭১” চিঠি দিয়ে হত্যার হুমকি দিল বিএনপি নেতাকে

অনলাইন ডেস্ক. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন।

আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। চিঠির নিচে লেখা রয়েছে,মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার।

জিডিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, আমি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

আমি ইতিপূর্বে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ রবিবার সকাল ৯টার দিকে আমার বাড়িতে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের পাঠানো আমার নাম ঠিকানা লেখা একটি চিঠি নিয়ে আসেন। চিঠিটি খুলে দেখতে পাই, আমাকে উদ্দেশ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং চিঠির পেছনে পৃষ্ঠায় একটি সাদা কাপড়ের ঠুকরো (যা-কাফনের কাপড় হিসাবে বুঝানো হয়েছে)। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত থাকি। অন্যথায় আমার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে।

জিডিতে তিনি আরো উল্লেখ করেন, চিঠিতে আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘শাহাজাহান চৌধুরী হুমকির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Exit mobile version