Site icon Daily R News

জাঁকজমক আয়োজনে শুরু শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুতুলবাড়ি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ এর জার্সি উন্মোচন ও খেলার লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক ডেইলি শেয়ারবাজার ডটকম–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হক রনি বলেন, খেলাধুলার মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাগত সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বিজনেস জার্নাল–এর প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি বলেন, করপোরেট সংস্কৃতিতে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শেয়ারবাজার করপোরেট ক্রিকেট একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

আরটিভির রিপোর্টার রনি মজুমদার বলেন, এ ধরনের আয়োজন শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে এবং শেয়ারবাজারকে আরও মানবিক করে তুলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের আলো–র বিশেষ প্রতিনিধি কাঞ্চন চৌধুরী সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুন্নবি বিপ্লব, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি শ্যামল মল্লিক এফসিএস, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান এফসিএস এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর সদস্য জাকির হোসেন মাঝি।

বক্তব্য শেষে খেলার লটারির মাধ্যমে ম্যাচ সূচি নির্ধারণ ও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। এবারের আসরে ৮টি করপোরেট দল অংশগ্রহণ করছে।

Exit mobile version