ক্রীড়া ডেস্ক: নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে কাসেমিরোকে বদলি করায় সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। এবার সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রোবেন আমোরিম। জানালেন, দ্বিতীয়ার্ধের চাপ সামলাতে পারবেন না, এই আশঙ্কায় কাসেমিরোকে বদলি করেন তিনি।
বক্সিং ডে’তে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ২৪তম মিনিটে প্যাট্রিক ডরগুর দুর্দান্ত ভলিতে আসে একমাত্র গোল। এই জয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে যায় ইউনাইটেড।হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রুনো ফার্নান্দেজ না থাকায় মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে খেলেন মানুয়েল উগার্তে। তবে ম্যাচের ৬১ মিনিটে কাসেমিরোর বদলে লেনি ইয়োরোকে নামান আমোরিম।
হঠাৎ এই বদল দেখে বিস্মিত হন কাসেমিরো নিজেও, তার প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে।
ম্যাচ শেষে আমোরিম বলেন,ওই সময় আমি কুনহাকে তুলতে চাইনি, কারণ সে-ই আমাদের আক্রমণে কিছুটা স্বস্তি এনে দিচ্ছিল। জ্যাক ফ্লেচার ছিল একদম ফ্রেশ, উগার্তেও কাসেমিরোর চেয়ে বেশি সতেজ ছিল। নিউক্যাসল তখন দ্রুত কর্নার ও গভীর দৌড় দিচ্ছিল।
দ্বিতীয়ার্ধে নিউক্যাসল একের পর এক আক্রমণ করলেও ইউনাইটেডের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষক সেন্নে লামেন্সের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি দলটিকে।
তবে এই বদলি নিয়ে অবাক হন সাবেক ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল। স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন,কাসেমিরো বিশ্বাসই করতে পারছে না। আমি সত্যিই অবাক।
আমার ধারণা ছিল উগার্তের বদলে জির্কজে নামবে। দলের গঠন তখন খারাপ ছিল না। নিউক্যাসল অবশ্য চাপ দিচ্ছিল, কিন্তু এই বদলগুলো নিয়ে আমি নিশ্চিত ছিলাম না।

