Site icon Daily R News

চাঁদপুর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন রনি মজুমদার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মো. রনি মজুমদার।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন স্থানীয় সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মো. রনি মজুমদার বলেন, চাঁদপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, জনগণের সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে বাস্তবভিত্তিক কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। চাঁদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রনি মজুমদারের মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।

Exit mobile version