Site icon Daily R News

নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা‌কে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

আজ (বুধবার) দুপু‌রে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলা‌দে‌শের দূত‌কে তলব করা হয়।দি‌ল্লির এক‌টি নির্ভর‌যোগ‌্য কূট‌নৈ‌তিক সূত্র ঢাকা পোস্ট‌কে এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

Exit mobile version