Site icon Daily R News

ডিবিকে সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর

অনলাইন ডেস্ক. সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের কিছু বিষয় জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এসব কথা জানান তিনি।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পাড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এর আগে রবিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

Exit mobile version