খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে খাগড়াছড়ি সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, আটকরা হলেন—জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পেশায় মোটরসাইকেল মেকানিক হাবিবুর রহমান হাবিব এবং যুবলীগ নেতা মো. রুবেল।
পুলিশ জানান, আটকদের একজনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এবং অপর দুজনকে শহরের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

