Site icon Daily R News

পথে হাঁটা এক অনন্য চরিত্র

অনলাইন ডেস্ক. আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একজন ভ্রমণপাগল মানুষের। আমাদের বাদল ভাই। আমার পথচলার প্রিয় মানুষ, বহুদিনের সঙ্গী। এক অদম্য ভ্রমণতৃষ্ণা নিয়ে পৃথিবীর পথে হাঁটা এক অনন্য চরিত্র। দীর্ঘদিন ধরে যার সঙ্গে আমার পরিচয় আর বন্ধুত্ব। তার জীবন যেন ভ্রমণ অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ করেছেন।

পৃথিবীর প্রায় ৩০টি দেশ তিনি ভ্রমণ করে দেখেছেন। কোথাও ইতিহাসের ধুলোমাখা নগরী, কোথাও আবার সভ্যতার নির্মম সময়কে বহন করে চলা স্থাপত্য। কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো আবার মানুষের হাসি-কান্নার গল্প। সেসব ভ্রমণের স্মৃতি তার চোখে জমে আছে রঙিন প্রজাপতির মতো। সেই চোখে যখন কোনো দেশ, কোনো মানুষের কথা ভেসে ওঠে; তখন মনে হয় পৃথিবীটা ঠিক তার ভ্রমণপিপাসার মতোই বিশাল।

হঠাৎ করেই কয়েক মাস আগে আমার সঙ্গে পরিকল্পনা হয়েছিল, আমরা দেখা করবো আর্জেন্টিনায়। হাজার মাইল দূরের এক দক্ষিণ আমেরিকান দেশ। তবু আমাদের দুজনের ভ্রমণমন ঠিক এমনই একটি আকস্মিক সিদ্ধান্তেই কখনো কখনো হয়ে ওঠে এক নতুন গল্পের শুরু। বাদল ভাই সেই গল্পেরই নায়ক।

কিছুদিন আগে তিনি ব্রাজিলে রিও ডি জেনেইরোর উচ্ছ্বাসময় সৈকতের বাতাস গায়ে মেখে সাও পাওলোর দ্রুত জীবনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ব্রাজিল ঘোরা শেষ করে তিনি পাড়ি দিলেন আর্জেন্টিনা। উদ্দেশ্য একটিই, আমার সঙ্গে দেখা করা আর কিছুটা সময় স্মৃতির খাতায় লিখে রাখা।

Exit mobile version