Site icon Daily R News

প্রধান বিচারপতির সাথে বৈঠকে সিইসি

অনলাইন ডেস্ক: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন। দুপুর দুইটার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সির্ইসি। সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন সিইসিশ

তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে। কথা হবে নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও।

Exit mobile version