Site icon Daily R News

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার উদ্দেশে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করেছে অপারেটর সংস্থা। ফলে মঙ্গলবার খালেদা জিয়ার লন্ডন যাত্রা আর হচ্ছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।

এর আগে গত রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের স্লট অনুমোদন দেওয়া হয়েছিল।

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়া হয়। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত এ বিমানটি ঢাকা–লন্ডন ট্রান্সফারের জন্য উপযোগী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা রাখে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতাসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছিল।

গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Exit mobile version