ফরিদপুর প্রতিনিধি.ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে বরিশাল-ফরিদপুর মহাসড়কের মাধবপুর গোরস্থানের সামনে দুর্ঘটনা ঘটে।
কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুর গ্রামের করিম মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫), তার ভাই রিমন মন্ডল (২০) ও একই গ্রামের শাহিন আলমের ছেলে আশিক মোল্লা (২২) মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল মিয়া জানান, নিহত ব্যক্তিরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন।
মাধবপুর গোরস্থানের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়, যার ফলে তারা রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সুমন ও রিমন মণ্ডল মারা যান। গুরুতর আহত আশিক মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

