Site icon Daily R News

অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স. নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু ডোবায় মাছ ধরতে নামে। ওই সময় তারা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়।

খবর পাওয়ার পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Exit mobile version