Site icon Daily R News

জুলাই শহীদরা নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা”

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ রাজধানীর সদরদপ্তরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সভাপতিত্ব করেন স্কাউটস-এর সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এওয়ার্ড প্রদান করা হয়। ড. আবরার বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জন নয়, এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ শেখার এক অনন্য শিক্ষা। দুর্যোগে স্কাউটদের নিবেদিত ভূমিকা তুলে ধরে তিনি জানান, জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্কাউটদের সাফল্যও তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন।

Exit mobile version