Site icon Daily R News

আগুনে সর্ব হারানো হাজারো মানুষের জীবনে এখন শুধুই হাহাকার

রনি মজুমদার. রহিমা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ছেলেটার চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, একটা টিনের কৌটায় রাখা ছিল। আজ ছাই ঘেঁটে সেটাও মেলেনি। এখনো না খেয়ে আছি। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির বৌবাজারের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সরু পথ ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে মারাত্মক বেগ পেতে হয়। এলাকার লেক থেকে পাইপ টেনে এনে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Exit mobile version