Site icon Daily R News

২৫ বছর পরেই আর শাহরুখকে কেউ চিনবে না

অনলাইন ডেক্স. বলিউড ‘বাদশা’ শাহরুখ খান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক দাবি করেছেন, খ্যাতি ক্ষণস্থায়ী এবং আগামী প্রজন্মের মানুষ হয়তো শাহরুখ খানকে মনেই রাখবে না। তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

বিবেক ওবেরয় মনে করেন, সময়ের সাথে সাথে অতীতের খ্যাতিমান ব্যক্তিত্বরা মুছে যান।নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বিবেক বলেন, “১৯৬০ সালের ছবিতে কারা অভিনয় করেছিলেন, তা নিয়ে আজকের মানুষের কি কোনো মাথাব্যথা রয়েছে? অবশ্যই ইতিহাস থেকে সব মুছে যাবে। ২০৫০ সালে লোকে এই প্রশ্নও করতে পারে, ‘কে শাহরুখ খান?

তিনি আরো বলেন,আজকের যুগের মানুষ যেমন ভাবতে পারেন, কে রাজ কাপুর?’ আমরা হয়তো তাকে চলচ্চিত্রের ঈশ্বর বলতে পারি। কিন্তু আজকের যুগে রণবীর কাপুরের কোনো অনুরাগীকেই জিজ্ঞেস করে দেখুন। তারাও হয়তো রাজ কাপুরকে চিনতে পারবেন না।

বিবেকের এই মন্তব্য এমন সময় এলো, যখন শাহরুখ খান বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন এবং সম্প্রতি তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতার তকমাও পেয়েছেন। এহেন তারকার প্রতি এমন মন্তব্য ঘিরে শাহরুখ অনুরাগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Exit mobile version