Site icon Daily R News

কাজে সততা বজায় রাখেন দীপিকা

বিনোদন ডেক্স. অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যেন ঠিক এ কথাই মেনে চলেন। ব্যক্তিগত জীবন থেকে পেশা সব সিদ্ধান্তই নাকি ভেবেচিন্তে নেন তিনি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি কাজের প্রতি সৎ থাকতে চান।

টাকার জন্য কখনও নিজের নীতি বা আদর্শের সঙ্গে আপস করেননি। তার কথায়, বহুবার মোটা টাকার প্রস্তাব পেয়েও কোনও দিন এমন চরিত্রে অভিনয় করেননি, যেটার চলচ্চিত্রে কোনও প্রয়োজন ছিল না। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস তারও ছিল না। ধীরে ধীরে নিজের জায়গা শক্ত হওয়ার পরই আত্মবিশ্বাস বাড়তে থাকে।

দীপিকার মতে, জীবনের সবচেয়ে বড় সঞ্চয় হল অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাই তাকে কঠিন সিদ্ধান্ত সহজে নিতে সাহায্য করেছে।

Exit mobile version