ক্রীয়া ডেক্স. মার্ক উডের নিয়ে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের উদ্বেগের পর স্ক্যান রিপোর্ট স্বস্তি এনে দিয়েছে। বাঁ হ্যামস্ট্রিংয়ে কোনো চোট ধরা পড়েনি, তাই অ্যাশেজের প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে।
উড পার্থের প্রস্তুতি ম্যাচে চোট অনুভব করায় স্ক্যান করানো হয়। তিনি ইংল্যান্ডের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। স্ক্যান রিপোর্ট ভালো আসায় উদ্বেগ কমেছে, তবে সতর্কতার সাথে প্রস্তুতি ম্যাচে আর মাঠে নামানো হবে না।
তিনি ফেব্রুয়ারিতে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন এবং এবার অ্যাশেজের জন্য বিশেষ যত্নে রাখা হচ্ছে। আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে অ্যাশেজ শুরু হবে।

