Site icon Daily R News

রেজাল্ট হলে চলবে না,ভালো মানুষ হতে হবে

অনলাইন ডেক্স. বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুশিক্ষার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে।

তিনি প্রয়োজনে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেছেন, শুধু ভালো রেজাল্ট হলে চলবে না। শনিবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামান ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান এবং নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটিতে কলেজের অধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট অতিথিরাও বক্তব্য দেন। অনেক সেনা কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

Exit mobile version