অনলাইন ডেক্স. আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।’

