Site icon Daily R News

গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

মাদারীপুর প্রতিবেদক. মাদারীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারা টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন, এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে এই বিক্ষোভ করা হয়। আকস্মিক এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা দ্রুত সরে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, “কিছু যুবক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই তারা পালিয়ে যায়। পরে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

Exit mobile version