নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন নিপীড়নের অভিযোগে তোলপাড় ক্রীড়াঙ্গন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের সাম্প্রতিক সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, নারী ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের শিকার হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল। জাহানারার মতে, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদসহ কয়েকজন কর্মকর্তার আচরণ ছিল অশোভন ও অপমানজনক।
অভিযুক্ত মঞ্জুরুল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিসিবি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। সমাজে এ ঘটনা গভীর প্রভাব ফেলেছে অনেক পরিবার এখন মেয়েদের খেলাধুলায় পাঠাতে ভয় পাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জাহানারার সাহসী অবস্থান নারী খেলোয়াড়দের মুখ খুলতে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়াঙ্গনে যৌন নিপীড়ন মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

