Site icon Daily R News

গুমের দায়ে সর্বোচ্চ সাজা এখন মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক. গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। এতে গুমের অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, এর আগে অধ্যাদেশটির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল, আজ তা চূড়ান্ত করা হয়েছে।

Exit mobile version