Site icon Daily R News

নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি ১০ টাকা, জামানত ৫০ হাজার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক. গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করে।

নতুন বিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। এর বেশি খরচ করলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

এবারের সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রার্থীদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা যুক্ত করা হয়েছে।

চূড়ান্ত আরপিও-র অনুচ্ছেদ ৪৪-এ ভোটারপ্রতি ব্যয়সীমা নির্ধারণের পাশাপাশি, অনুচ্ছেদ ১৩ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে—যা আগে ছিল ২০ হাজার টাকা।

আইন মন্ত্রণালয় জানায়, এ পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা, খরচ নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতায় সমতা নিশ্চিত করবে।

Exit mobile version