Site icon Daily R News

বিয়ের জন্য বড় খুঁজছে রাশিয়ান মেয়েরা

আন্তর্জাতিক.  বিশ্বজুড়ে বিয়ের ধারণা ও প্রত্যাশায় পরিবর্তন আসছে। এবার রাশিয়ায় দেখা দিয়েছে এক নতুন প্রবণতা—বিয়ের জন্য তরুণ নয়, বরং বয়সে বড় ও পরিণত পুরুষদের খুঁজছেন অনেক রাশিয়ান নারী

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং প্ল্যাটফর্মগুলোতে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ৩০ থেকে ৪৫ বছর বয়সী মেয়েরা ৪৫ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে যারা আর্থিকভাবে স্থিতিশীল, জীবনের অভিজ্ঞতাসম্পন্ন এবং সম্পর্কের ক্ষেত্রে পরিণত সিদ্ধান্ত নিতে সক্ষম—তাদেরই পছন্দের তালিকায় রাখছেন এসব নারী।

মনোবিজ্ঞানীরা বলছেন, সামাজিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা থেকেই অনেক নারী পরিণত পুরুষদের দিকে ঝুঁকছেন। অন্যদিকে, রাশিয়ার পারিবারিক কাঠামো ও জন্মহারের সংকটও এ প্রবণতার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেটিং ওয়েবসাইট “Loveme.ru”–এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গত এক বছরে ৩৫ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে বয়সে বড় পুরুষদের প্রতি আগ্রহ বেড়েছে প্রায় ৪২ শতাংশ।

সামাজিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু রাশিয়া নয়—ইউরোপের বিভিন্ন দেশেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যা আধুনিক সমাজে সম্পর্ক ও পারিবারিক মানসিকতার নতুন দিক উন্মোচন করছে।

Exit mobile version