Site icon Daily R News

যদি শাপলা কলি দেওয়া হয়, এনসিপি তা গ্রহণ করবে

রনি মজুমদার. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকটি মেনে নেবে। রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। তাদের ইচ্ছা অনুযায়ী যদি ‘শাপলা কলি’ প্রতীক দেওয়া হয়, তবে সেটিই দল গ্রহণ করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তৃণমূল পর্যায় থেকেও ‘শাপলা কলি’ প্রতীককে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলি প্রতীক নিয়ে উভয় পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনসিপি এই প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটারদের কাছে তাদের রাজনৈতিক উপস্থিতি দৃঢ়ভাবে প্রতিফলিত করার পরিকল্পনা করছে।

প্রতীক নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয় ও ভোটারদের সঙ্গে সংযোগের গুরুত্ব নিয়ে দেখা যায়, বিশেষ করে ‘শাপলা কলি’ প্রতীকটিকে স্থানীয় স্তরে ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে দলটি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই সিদ্ধান্ত দলটির নির্বাচনী কৌশলকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version