Site icon Daily R News

টানা ২১ দিন ধরে রাজপথে ইবতেদায়ি শিক্ষকরা

ইউসুফ আলী : স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি এখনও চলছে। শিক্ষকরা একটানা ২১ দিন ধরে জাতীয়করণের দাবি দলবদ্ধভাবে তুলে ধরছেন।

আজ রোববার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা অবস্থান গ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদরাসা জাতীয়করণের প্রক্রিয়া বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। ফাইলটি এমপিওভুক্তির অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছে। তবে গত তিন মাসে কোনো স্বাক্ষর না হওয়ায় শিক্ষক সমাজের মধ্যে বিরাট হতাশা দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, সরকারের ঘোষণার পরেও প্রক্রিয়া স্থবির হয়ে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

শিক্ষকদের বাণীসমূহ:
জানুয়ারিতে ঘোষণা করা সিদ্ধান্ত অনুযায়ী, অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণে নেওয়া হোক।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকা এমপিওভুক্তির ফাইলের দ্রুত অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।স্বীকৃত অনুদানবিহীন মাদরাসাগুলোর জন্য নতুনভাবে এমপিওভুক্তির আবেদন পদ্ধতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টি করা প্রয়োজন।
এবং আলাদা “স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষা অধিদপ্তর” গঠন করুন, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদলে কাজ করবে।

শিক্ষক নেতারা সতর্ক করে দেন, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তবে তারা আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করবেন।

Exit mobile version