ইউসুফ আলী প্রধান. আজ শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চায় কিছু শক্তি। তিনি বলেন, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে রাখা হয়েছে।
ফখরুল দাবি করেন, ২০০০ মানুষকে হত্যা করে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের পক্ষপাতী এবং নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়। পার্লামেন্টের আগে বা পরে গণভোটের প্রয়োজন হলে, তা যথাযথভাবে নির্বাচনকেন্দ্রিক ব্যালটের মাধ্যমে করা যাবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

