Site icon Daily R News

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি নির্বাচন পর্যন্ত

রনি মজুমদার. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কার্যত বন্ধ ঘোষণা করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “একান্ত প্রয়োজন” ছাড়া কোনো সরকারি কর্মকর্তা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

সম্প্রতি সব সচিবের কাছে পাঠানো পরিপত্রে আগের নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে— দেখা যাচ্ছে, নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে না। অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে সফরে যাচ্ছেন— যা পূর্ববর্তী পরিপত্রের পরিপন্থী।

এই অবস্থায় প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত শুধুমাত্র একান্ত অপরিহার্য পরিস্থিতিতেই বিদেশ সফরের অনুমোদন দেওয়া হবে। পরিপত্রের অনুলিপি সংশ্লিষ্ট উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

Exit mobile version