Site icon Daily R News

নির্বাচনের প্রতীকে বড় পরিবর্তন এনেছে ইসি যুক্ত হলো ‘শাপলা কলি’

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ইসি ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল। নতুন সংশোধিত তালিকায় প্রতীকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টি। নতুন তালিকার ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করেছে।”
এতে আরও বলা হয়, প্রার্থীরা এখন অনুচ্ছেদ ২০(১)-এর অধীন স্থগিত প্রতীক ছাড়া প্রাপ্যতা অনুযায়ী যেকোনো প্রতীক বেছে নিতে পারবেন।

নতুন যুক্ত প্রতীকগুলো:

উট, চিরুনি, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, পানির ট্যাব, পালকি, ফলের ঝুড়ি, বেবি টেক্সি, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, রেল ইঞ্জিন, শাপলা কলি ও হ্যান্ডশেক।

বাদ পড়া প্রতীকগুলো:

কলা, খাট, উটপাখি, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস ও ফুলের টব।

প্রসঙ্গত, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক ইস্যুতে ইসি ও এনসিপির মধ্যে দ্বন্দ্বের কারণে দলটির নিবন্ধন আটকে ছিল। অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ায় এনসিপির নিবন্ধন পাওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে

Exit mobile version