Site icon Daily R News

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না

নিজস্ব প্রতিবেদক. বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। দলটির মতে, এই সুপারিশগুলো জনগণের মতামত ছাড়াই তৈরি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “কমিশনের প্রস্তাব ও সুপারিশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাগুলো অর্থহীন ও সময়ের অপচয় ছিল। এটি এক ধরনের প্রহসন।”

একটি সুপারিশের উদাহরণ দিয়ে ফখরুল বলেন, “সংবিধান সংস্কার পরিষদ যদি ২৭০ দিনের মধ্যে কাজ শেষ না করতে পারে, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে—এই প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর।”

তিনি আরও বলেন, সংসদের অনুমোদন ও রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। তাই এই প্রস্তাব গণতান্ত্রিক প্রথার পরিপন্থী।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি না এই সুপারিশ নির্বাচনের সময়সূচিতে প্রভাব ফেলবে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।”

প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি। তবে এ নিয়ে বিএনপি কোনো কর্মসূচি দেবে না, বলেও স্পষ্ট করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ—উপস্থিত ছিলেন।

Exit mobile version