Site icon Daily R News

রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল

ফাইল ছবি

রনি মজুমদার. আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই আগারগাঁও থেকে শাহবাগসহ পুরো রুটে নিয়মমাফিক ট্রেন চলতে দেখা গেছে।

এর আগে, বুধবার রাতে নিরাপত্তার স্বার্থে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে সামান্য কম্পন অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করে এবং সকালে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত রোববার ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। এরপর থেকে ঐ স্থানে সীমিত গতিতে ট্রেন চলছিল।

আজ সকাল থেকে কোনো ত্রুটি ছাড়াই মেট্রোরেল চলতে থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Exit mobile version