Site icon Daily R News

দুর্নীতির গডফাদার রাজনীতির ভেতরেই দুদক চেয়ারম্যান

অনলাইন ডেক্স. দুর্নীতিবাজদের অনেকে রাজনীতিবিদদের দ্বারা লালিত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন। তিনি বলেন, বিগত সরকারের পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার ডিসি সাহিত্য মঞ্চে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদুক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং সাবেক এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা করা হয়েছে। তার সফল পরিণতির দিকে আমরা যেতে পারব।’

তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় অনেক আসামি দেশীয় সীমান্তের মধ্যে নেই।তারা কিভাবে কোন উপায়ে সীমান্ত পাড়ি দিয়েছে তা সবাই জানে। এমনও তো হতে পারে যে তারা এই চুয়াডাঙ্গা সীমান্তই পাড়ি দিয়েছে। ফলে কে কোন দেশে অবস্থান নিয়েছে, তা আমাদেরও অজানা নয়।’ গণশুনানিতে চুয়াডাঙ্গার ২৬টি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগ শুনানি হয়।এর মধ্যে ৩৩টি অভিযোগ তাৎক্ষণিক শুনানিতে নিষ্পত্তি হয়, ৭টি খারিজ হয় এবং বাকি অভিযোগগুলো সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

গণশুনানিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, খুলনা বিভাগীয় কাযালয়ের পরিচালক জালাল আহমেদ ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।

Exit mobile version