Site icon Daily R News

৩১ সরকারি দফতরের সঙ্গে ইসির সমন্বয় বৈঠক বৃহস্পতিবার

অনলাইন ডেক্স. ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন নির্বাচন কমিশনের সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার ইসির জারি করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় অন্য কমিশনাররাও উপস্থিত থাকবেন। সভায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে ২২ অক্টোবর সরকারের সাত বিভাগের প্রতিনিধির সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব রহিমা আক্তার, মন্ত্রিপরিষদ এ ছাড়া ২০ অক্টোবর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়।

Exit mobile version