Site icon Daily R News

এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ইতিহাস

অনলাইন ডেস্ক: বিরল এক ঘটনার সাক্ষী হলো রঞ্জি ট্রফির সার্ভিসেস ও আসামের ম্যাচ। ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে একই ইনিংসে হ্যাটট্রিক করলেন দুই বোলার।

আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই বোলার বাঁহাতি পেসার মোহিত জাঙরা ও বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা।

আসামের প্রথম ইনিংসের দ্বাদশ ওভারে পরপর তিন বলে তিন উইকেট শিকার করেন অর্জুন।

মোহিত হ্যাটট্রিক করেন দুই ওভার মিলিয়ে। ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পর, সপ্তদশ ওভারের প্রথম দুই বলে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি।

তবে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এর আগেও এক ইনিংসে দুটি হ্যাটট্রিক দেখা গেছে। তবে দুবারই সেটি করেছিলেন একজন বোলার।

১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন অ্যালবার্ট ট্রট। এরপর ১৯৬২ সালে রাঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে দুটি হ্যাটট্রিক করেন সার্ভিসেসের জোগিন্দার সিং রাও।

এদিকে দুইজন বোলার মিলে ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রু। তবে হ্যাটট্রিক দুটি পুরোপুরি একই ইনিংসে ছিল না।

রাইসের প্রথম দুটি উইকেট ছিল প্রথম ইনিংসে।

Exit mobile version