Site icon Daily R News

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় আটক

নিজস্ব প্রতিবেদক. দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে জয়পুরহাট ২০ বিজিবির আওতাধীন সিপি ক্যাম্পের সদস্যরা। আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানের সন্তান।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি হিলি সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য দেখে ফেললে তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

Exit mobile version