Site icon Daily R News

একাধিক সন্তানের জন্ম দিতে চাই পরিণীতি

বিনোদন ডেক্স. এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে নিয়ে এলো এক বিশেষ আনন্দ। দীপাবলির ঠিক আগের পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। গত শনিবারই স্ত্রীকে নিয়ে দিল্লি উড়াল দিয়েছিলেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। এরপরের দিনই তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি।

মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানেই পরিণীতি একাধিক সন্তানের মা হওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার অনেকদিনের ইচ্ছা। সেই সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চাই।’ পরিণীতির এই মানবিক ইচ্ছাকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।

তবে মজার ব্যাপার হলো, পরিণীতি যা বলেন তা নাকি উল্টো ঘটে। একসময় এই অভিনেত্রীই জানিয়েছিলেন যে তিনি কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। অথচ শেষমেশ জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছেন। তাই অনেকেই এখন বলছেন, পরিণীতির একাধিক সন্তানের স্বপ্নও কি বাস্তবে রূপ নেবে?

Exit mobile version