Site icon Daily R News

আবারো গাজায় ইসরায়েলি হামলা ৪৫ ফিলিস্তিনি নিহত

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেক্স. গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে, রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

নুসাইরাতের আল-আওদা হাসপাতালে ২৪ জন নিহত, আল-আকসা হাসপাতালে ১২ জন এবং খান ইউনিসের নাসের ও গাজা সিটির আল-শিফা হাসপাতালে ৫ ও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

নানা স্থানে হামলায় বেসামরিক লোকজন আক্রান্ত হয়, যার মধ্যে শিশুদেরও মৃত্যু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনা নিয়ে খোঁজখবর নিচ্ছে এবং যুদ্ধবিরতি আবার কার্যকর করার কথা জানিয়েছে।

Exit mobile version