Site icon Daily R News

শিক্ষকদের ক্লাসে ফিরে যেতে বললেন:শিক্ষা উপদেষ্টা

ফাইর ছবি

নিজস্ব প্রতিবেদক. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) পাওয়ার ঘোষণা পাওয়ার পর তারা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষক সমাজের বেশি পাওয়ার দাবি সত্ত্বেও বর্তমান বাজেটের সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষকদের প্রতি তার আবেদন, ব্যাহত শিক্ষা কার্যক্রম ফের শুরু করার জন্য তারা শ্রেণিকক্ষে ফিরে আসুন।
তিনি আরও জানান, যদিও শিক্ষকরা এই বাড়ি ভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন এবং তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

Exit mobile version