Site icon Daily R News

মিয়ামিকে হ্যাটট্রিক করে জেতালেন মেসি

সংগৃহীত ছবি

ক্রীয়া ডেক্স. ইন্টার মিয়ামি ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়ে লিওনেল মেসির দারুণ হ্যাটট্রিকের মাধ্যমে জিতেছে। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার মোট গোলসংখ্যা ২৯-এ নিয়ে এসেছে।

প্রথমে মেসির ৩৫ মিনিটের গোলের মাধ্যমে মিয়ামি এগিয়ে যায়, তবে ৪৩ মিনিটে ন্যাশভিল সমতায় ফেরে।

মিয়ামিই পরে পিছিয়ে পড়ে, কিন্তু মেসি পেনাল্টি নিয়ে সমতা আনে, তারপর ৮১ মিনিটে তার হ্যাটট্রিক পূর্ণ হয়। ইনজুরি টাইমে মিয়ামি আরেকটি গোল করে ৫-২ ফলাফল নিশ্চিত করে। মিয়ামি এই মৌসুমে ১৯ জয়সহ প্লে-অফে উঠেছে।

Exit mobile version