Site icon Daily R News

পাঁচবিবি আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আইনুল হক সরদার।

প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, আব্দুর রাজ্জাক আজাদ ও সুনিল কুন্ডু।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নুর আলম ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস, পৌর সভাপতি গোলাম আকবর, পৌর সাধারণ সম্পাদক হারনুর রশিদ সজলসহ প্রায় চার শতাধিক আড়ৎদার।

কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভায় আগামী কমিটি নির্বাচনের প্রস্তুতি, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

Exit mobile version