Site icon Daily R News

আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এনসিপি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক. জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে সই করেনি। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদে স্বাক্ষর হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এতে সই করেছেন। এনসিপির দাবি, সনদের আরো কিছু বিষয় পরিষ্কার না হলে তারা স্বাক্ষর করতে রাজি নয়।

এনসিপি অশান্তি সমাধানের জন্য ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চালাবে। তাদের দাবি, সনদের বাস্তবায়নের পথে ধোঁয়াশা থাকলে অর্জন বিফলে যাবে। এনসিপির সদস্য সচিব বলেন, আলোচনা না হলে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবেন জনগণের সাথে।

এছাড়া, এনসিপির আহ্বায়ক তিনটি দাবি করেছে জুলাই সনদে সঠিক কার্যক্রম এবং গণভোটের বিষয়ে। গণভোটে যদি জনগণ সনদের পক্ষে ভোট দেয়, তাহলে এতে ‘নোট অব ডিসেন্ট’-এর গুরুত্ব থাকবে না এবং পরবর্তীতে নতুন সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

Exit mobile version