Site icon Daily R News

মেট্রোরেল সেবায় বড় পরিবর্তন,বাড়ানো হলো সময়

নিজস্ব প্রতিনিধি.ঢাকায় মেট্রোরেল সেবায় বড় পরিবর্তন আসছে। আগামী রোববার থেকে বাড়ছে ট্রেন চলাচলের সময়। আর আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যাও। ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সেবার পরিধিও বাড়বে।

সকাল ও রাতে আধা ঘণ্টা করে ট্রেন চলবে বেশি সময়। ফলে দিনে মোট এক ঘণ্টা বাড়তি সেবা পাবেন যাত্রীরা বলে জানিয়েছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ গত মাসেই নীতিগত সিদ্ধান্ত নেয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালানো হয় বাড়তি ট্রেন চলাচল। এর ভিত্তিতেই মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

নতুন সময়সূচি কেমন হবে?

রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার–বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টা।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

ট্রিপ বাড়ছে আগামী মাসে

নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ হয়। নতুন পরিকল্পনায় ট্রেনের ‘হেডওয়ে’ বা এক ট্রেনের পর আরেক ট্রেনের আসার ব্যবধান কমিয়ে আনা হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেন আসে প্রতি ৬ মিনিটে, কম ব্যস্ত সময়ে ৮ মিনিটে এবং সবচেয়ে কম ব্যস্ত সময়ে ১০ মিনিটে। নতুন সূচিতে এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে। এই ব্যবধান কমলে যাত্রীদের ট্রেন ধরার জন্য অপেক্ষার সময়ও কমবে।

কত ট্রেন চলবে? উত্তরা-মতিঝিল রুটে এখন আছে ২৪ সেট ট্রেন, প্রতিটিতে ছয়টি কোচ। এর মধ্যে ১৩ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। সময় ও ট্রিপ বাড়লে ১৯ সেট ট্রেন সক্রিয়ভাবে চলবে।

বাকি ট্রেনগুলোর মধ্যে দুই সেট ওয়ার্কশপে থাকে পরীক্ষামূলক কাজে, আর এক সেট ট্রেন ব্যবহার হয় সকালবেলা লাইন পরীক্ষার জন্য।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

Exit mobile version